ঋকবেদের ২১ টি শাখা, যজুর্বেদের ১০০ টি শাখা, সামবেদের ১০০০ শাখা ও অথর্ববেদের ৯টি শাখার উদ্ভব হয় যদিও প্রত্যেক চারবেদের বিভিন্ন শাখার সংখ্যার হিসাবে অনেক মতভেদ দেখা যায়।
Table of Contents
চারবেদের বিভিন্ন শাখা:-
চারটি বেদের শাখার সংখ্যা:-
বৈদিক সাহিত্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে বিভিন্ন বেদের শাখা সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। যুগে যুগে স্থানভেদে গুরু – শিষ্য, প্রশিষ্য পরম্পরায় বেদমন্ত্রের আবৃত্তিতে কিছুটা ফারাক হওয়া স্বাভাবিক। এইভাবে কাল ক্রমে ঋকবেদের ২১ টি শাখা, যজুর্বেদের ১০০ টি শাখা, সামবেদের ১০০০ শাখা ও অথর্ববেদের ৯টি শাখার উদ্ভব হয় যদিও প্রত্যেক বেদের শাখার সংখ্যার হিসাবে অনেক মতভেদ দেখা যায়। প্রতিবেদের উল্লেখযোগ্য শাখা গুলির মধ্যে অন্তত কয়েক টির নাম হল-
ঋকবেদের শাখা:-
শাকল, বাস্কল, আশ্বলায়ন, শাংখ্যায়ন, মাণ্ডূকেয়, বহতৃচ, ঐতরেয়, শৌণক, কৌষীতকি, গৌতম।
সামবেদের শাখা:-
কৌথুম, জৈমিণীয়, রানায়নীয়।
কৃষ্ণযজুর্বেদের শাখা :-
কঠ, চরক, শ্বেতাশ্বতর, মৈত্রায়ণী, আত্রেয়।
শুক্লযজুর্বেদের শাখা:-
কাণ্ব, মাধ্যন্দিন, জাবালি, কালাপী, গালব।
অথর্ববেদের শাখা:-
শৌণক, পৈপ্পলাদ।