একনজরে উপনিষদ

একনজরে উপনিষদ (Discuss about the Upanishads) সম্পর্কে আলোচনা করা হল। অর্থাৎ উপনিষদ বাংলা মানে কি ?  উপনিষদ কয়টি ও কি কি ? উপনিষদ সমূহপ্রধান ও উপনিষদের আলোচ্য বিষয় আলোচনা করা হল।

বেদের অন্তিমভাগ জ্ঞানকান্ডরূপে প্রচলিত উপনিষদ বা বেদান্ত। এটিই ঋষিগণের সর্ব্বোচ্চ দার্শনিক চিন্তাধারার চূড়ান্ত প্রতিফলন। উপনিষদ শব্দের ব‍্যুৎপত্তিগত অর্থ – গুরুর নিকট বসে আলোচনা। ব্রহ্মবিদগণ এই বিদ‍্যার দ্বারা অনর্থ অবিদ‍্যাকে নাশ করেন বলেই উপনিষদকে ব্রহ্মবিদ‍্যা বলে। একে রহস‍্যবিদ‍্যা বা পরাবিদ‍্যা প্রভৃতি বলে।

Table of Contents

উপনিষদ (Discuss about the Upanishads )


উপনিষদ সমূহপ্রধান ও উপনিষদের আলোচ্য বিষয় আলোচনা করা হল।

উপনিষদের বিষয়বস্তু


ব্রহ্মবিদ্যালিপ্সু ব্যক্তিদের জন্মমৃত্যু-প্রবাহরূপ যাবতীয় সাংসারিক অনর্থ বিনষ্ট হয় এবং অনর্থের মূল কারণ অবিদ্যার উচ্ছেদ সাধিত হয় বলে ব্রহ্মবিদ্যা বিষয়ক শাস্ত্রকে বলা হয় উপনিষদ। সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষচ্ছব্দবাচ্যা- শঙ্করাচার্য।

উপনিষদ শব্দের অর্থ অর্থাৎ উপনিষদ বাংলা মানে কি ?


উপ – নি – সদ + ক্বিপ = উপনিষদ। গুরুর কাছে বসে আলোচনা।

উপনিষদের আলোচ‍্য বিষয়:-


রহস্য উদঘাটন। অনর্থের বিনাশ, অবিদ্যার বিনাশ।

উপনিষদ নামান্তর


ব্রহ্মবিদ্যা, রহস্যবিদ্যা, বেদান্ত।

উপনিষদ কয়টি ও কি কি ?

ঋগ্বেদের উপনিষদ


দুটি – (১) ঐতরেয় (৩ অধ্যায়, ৩২টি গদ্যাত্মক মন্ত্র) ও (২) কৌষীতকি (৪ অধ্যায়)।

সামবেদের উপনিষদ


দুটি – (১) কেনোপনিষদ বা তবল্কারোপনিষদ (৪ খণ্ড, ৩৫টি মন্ত্র) ও (২) ছান্দোগ্যোপনিষদ, (৮ অধ্যায়, ১৫৪ খণ্ড, ৬২৮টি মন্ত্র)।

শুক্লযজুর্বেদের উপনিষদ


দুটি – (১) ঈশোপনিষদ / সংহিতোপনিষদ/ মন্ত্রপনিষদ/ ঈশাবাস্যোপনিষদ (১৮টি মন্ত্র) ও (২) বৃহদারণ্যকোপনিষদ্ (৬ অধ্যায়, ৪৭টি ব্রাহ্মণ)।

কৃষ্ণযজুর্বেদের উপনিষদ


চারটি – (১) কঠোপনিষদ (২ অধ্যায়, ১২৭টি মন্ত্র), (২) শ্বেতাশ্বতরোপনিষদ (৬ অধ্যায়, ১১৩টি মন্ত্র), (৩) মৈত্রায়ণী উপনিষদ (৭টি প্রপাঠক) ও (৪) তৈত্তিরীয়োপনিষদ (৩ অধ্যায়, ২১টি অনুবাক)।

অথর্ববেদের উপনিষদ


তিনটি – (১) প্রশ্নোপনিষদ (৬ অধ্যায়, ৬৭টি মন্ত্র), (২) মুণ্ডকোপনিষদ (৩ মুণ্ডক, ৬৪টি মন্ত্র) ও (৩) মান্ডূক‍্যোপনিষদ্ (১২টি মন্ত্র)।

বেদান্ত

বেদ + অন্ত = বেদান্ত। বেদের শেষভাগ বেদান্ত। বেদের শেষভাগ উপনিষদ, তাই উপনিষদই বেদান্ত।

শঙ্করাচার্যের ভাষ‍্যকৃত উপনিষদ


দশটি – ঈশ-কেন-কঠ-প্রশ্ন-মুণ্ড-মাণ্ডুক্য-তিত্তিরিঃ। ঐতরেয়ং চ ছান্দোগ্যং বৃহদারণ্যকং দশ।।

পঞ্চমহাবাক‍্য


(১) অজ্ঞানং ব্রহ্ম (ঐতরেয়), (২) অহং ব্রহ্মাস্মি (বৃহদারণ্যক), (৩) তত্ত্বমসি (ছান্দোগ্য), (৪) অয়মাত্মা ব্ৰহ্ম (মাণ্ডূক্য), (৫) সর্বং খল্বিদং ব্রহ্ম (ছান্দোগ্য)। “নেহ নানাস্তি কিঞ্চন (কঠ)।,

ঐতরেয় উপনিষদ


স্রষ্টা ইতরাপুত্র মহিদাস। ঐতরেয় আরণ্যকের ৪,৫,৬ষ্ঠ অধ্যায়। (১) সৃষ্টিরহস্য, (২) তিনটি জন্ম (ভ্রূণ, ভূমিষ্ঠ ও মোক্ষ) এবং (৩) আত্মস্বরূপ।

কৌষিতকি উপনিষদ


চারটি অধ্যায়। (১) ব্রহ্মলোক বর্ণনা, (২) প্রাণই ব্রহ্ম, (৩) ইন্দ্র-প্রতর্দন সংবাদ, (৪) বালাকি-অজাতশত্রু সংবাদ।

কেনোপনিষদ


কেনেষিতং পততি’ দিয়ে শুরু তাই কেনোপনিষদ। কৌথুমী শাখার ব্রাহ্মণভাগের অন্তর্গত। ৪টি খণ্ড (প্রথম দুটি পদ্যে ও শেষ দুটি গদ্যে রচিত)। শেষদুটি খণ্ডে উমা- হৈমবতী আখ্যান আছে।

ছান্দোগ‍্যোপনিষদ


৮টি অধ্যায়, ১৫৪টি খণ্ড ও ৬২৮টি মন্ত্র। সত্যকাম-জাবাল, উপকোশল, শ্বেতকেতু আরুণি, শ্বেতকেতু-প্রবহন, প্রজাপতি-ইন্দ্রবিরোচন, পৌত্রায়ন-বৈক্ব প্রভৃতির আখ্যান আছে।

ঈশোপনিষদ

বাজসনেয়ী সংহিতার মাধ্যন্দিন শাখার অন্তর্গত। এটি বেদের মন্ত্রভাগের সঙ্গে সম্বন্ধিত। মোট ১৮টি পদ্যাত্মক মন্ত্র।

বৃহদারন‍্যকোপনিষদ:-


আয়তনে ভাবগাম্ভীর্যে এবং গৌরবে অন্যান্য উপনিষদ অপেক্ষা এই উপনিষদ শ্রেষ্ঠ এবং বৃহৎ বলে এটি বৃহদারণ্যক। গার্গ্য-অজাতশত্রু, যাজ্ঞবল্ক‍্য-মৈত্রেয়ী সংবাদ প্রভৃতি বর্ণিত হয়েছে। ৩টি কাণ্ড, ৬টি অধ্যায়, ৪৭টি ব্রাহ্মণ।

কঠোপনিষদ


২ অধ্যায়, ৬টি বল্লী, ১২৭টি মন্ত্র। কৃষ্ণযজুর্বেদের কঠ শাখা। যম-নচিকেতা সংবাদ বর্ণিত।

শ্বেতাশ্বতরোপনিষদ

৬ অধ্যায়, ১১৩টি মন্ত্র। কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখা। ঋষির নামানুসারে উপনিষদের নাম।

তৈত্তিরীয়োপনিষদ


৩ অধ্যায়, ২১টি অনুবাক। তৈত্তিরীয় আরণ্যকের ৭,৮,৯ম অধ্যায়।

প্রশ্নোপনিষদ


৬ অধ্যায়, ৬৭টি মন্ত্র। অথর্ববেদের পৈপ্পলাদ শাখার অন্তর্গত। বক্তা ঋষি পিপ্পলাদি। ৬টি প্রশ্ন করা হয়েছে।

মুণ্ডকোপনিষদ

৩ মুণ্ডক, ৬৪টি মন্ত্র। অথর্ববেদের শৌনকীয় শাখার অন্তর্গত। সত্যমেব জয়তে বেদান্ত’ শব্দের প্রয়োগ। অথর্ববেদের প্রধান উপনিষদ।

মান্ডূক্যোপনিষদ

১২টি মন্ত্র। ক্ষুদ্রতম উপনিষদ। “অউম এর ব্যাখ্যা এখানে করা হয়েছে।


উপনিষদ হতে কিছু জিজ্ঞাস্য (FAQ)


উপনিষদ কয়টি ও কি কি?

2 thoughts on “একনজরে উপনিষদ”

  1. এখানে Teachmint Apps এর সাহায্যে আধুনিক পদ্ধতিতে Online এ সংস্কৃত ব্যাকরণের শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, অনুবাদ, কারক, সমাস, প্রত্যয়, অশুদ্ধি সংশোধন, এককথায় প্রকাশ ইত্যাদি Topic এর উপর পৃথক্ পৃথক্ Course করানো হয়। এবং PDF FILE পাওয়া যায়।
    আমাদের Telegram Group
    https://t.me/joinchat/SK-3xQOYL45lMzM1

    Reply

Leave a Reply

%d bloggers like this: